ওয়ারিশকে অংশ থেকে বঞ্চিত করা
![]() |
>>> ওয়ারিশকে অংশ থেকে বঞ্চিত করা <<<
আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
مَنْ فَرَّ مِنْ مِيرَاثِ وَارِثِهِ قَطَعَ اللَّهُ مِيرَاثَهُ مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ
যে ব্যক্তি তার ওয়ারিশকে অংশ (প্রাপ্য) থেকে বঞ্চিত করল কিয়ামাতের দিন আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন।
এর সমর্থনে কুরআনের আয়াত নিম্নরূপ;
সূরা নিসার ১১ ও ১২ নং আয়াতে মহান আল্লাহ ফারায়েয বা সম্পদ বন্টনের নীতিমালা বর্ণনা করার পর ১৪ নং আয়াতে মহান আল্লাহ বলেন;
وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ
যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করবে এবং তার নির্ধারিত সীমা লংঘন করলে তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন; সেখানে সে চিরকাল থাকবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। (আন-নিসা, ৪/১৪)
.
তাফসিরে যাকারিয়াতে এই আয়াতের ব্যাখায় বলা হয়; “আল্লাহর নির্ধারিত সীমারেখা তথা ওয়ারিশী নীতির ব্যাপারে যে বিধান দেয়া হয়েছে তা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে কঠোর শাস্তি। কেন না সে আল্লাহর হুকুমকে পরিবর্তন করেছে, আল্লাহর বিধানের বিরোধিতা করেছে। তখনই কেউ এরূপ করতে পারে যখন সে আল্লাহর নির্দেশের উপর অসন্তুষ্ট থাকে। এজন্য আল্লাহ তাকে চিরস্থায়ী লাঞ্ছনা দ্বারা শাস্তি দিবেন।”



আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url