রোগমুক্তি কামনায় ও ঝাড়-ফুঁকে ব্যবহৃত কিছু দু‘আ | শরিফ গাজী অফিসিয়াল

রোগমুক্তি কামনায় ও ঝাড়-ফুঁকে ব্যবহৃত কিছু দু‘আ




==== বিষয়ঃ রোগমুক্তি কামনায় ও ঝাড়-ফুঁকে ব্যবহৃত কিছু দু‘আ ====
وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ
ওয়া ইয়াশ্ ফি সুদুরা ক্বাওমিম্ মু’মেনী-ন্
তিনি (আল্লাহ) মুমিন লোকদের অন্তরসমূহ নিরাময় করেন। তওবা, ৯/১৪

قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ 
কুল্ হুওয়া লিল্লাযি-না আ-মানু- হুদাও ওয়াশিফা---উ
বলুন, এতে (কুরআনে) যারা ঈমান আনে তাদের জন্য হেদায়াত ও আরোগ্য। ফুসসিলাত, ৪১/৪৪

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ 
ওয়া নুনায্ যিলু মিনাল্ কুরআ-নি মা হুওয়া শিফা---উ- ওয়া রাহমাতুল্ লিল্ মু’মিনী-ন্ 
আমি এই কুরআন নাযিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। আল-ইস্‌রা, ১৭/৮২

هُوَ الَّذِي أَنْزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَانًا مَعَ إِيمَانِهِمْ
হুওয়াল্লাযি--- আন্ যালাস্ সাকি-নাতা ফি ক্বুলুবিল্ মু’মিনি-না লি ইয়ায্দা-দু--- ঈ’মা-নান্ মা‘আ ঈ’মা-নিহিম্
তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেন যেন তাদের ঈমানের সাথে ঈমান আরও বৃদ্ধি পায়। আল-ফাত্‌হ, ৪৮/৪

يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ 
ইয়া--- আইয়ুহান্না-সু ক্বাদ্ জা---আত্কুম্ মাও‘ইযাতুম্ মির্ রাব্বিকুম্ ওয়া শিফা---উন্ লিমা- ফিস্ব্ সোদু-রি ওয়া হুদাও ওয়া রাহমাতুল্লিল্ মু’মিনী---ন্
হে মানুষসকল! তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ হতে উপদেশ এসেছে এবং তা অন্তরসমূহের মধ্যে যা আছে তার আরোগ্য আর মুমিনদের জন্য হেদায়াত ও রহমত। ইউনুস, ১০/৫৭

এছাড়া সূরা আল-ফাতিহা, আয়াতুল কুরসী, সূরা আল-বাকারাহর শেষ দুই আয়াত, সূরা আল-কাফিরূন, সূরা আল-ইখলাস, সূরা আল-ফালাক্ক, সূরা আন-নাস রোগমুক্তির জন্য ব্যবহৃত হয়।
 
>>> রোগমুক্তি কামনায় সহীহ হাদীসের দু‘আ <<<
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَأْسَ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
আল্লা-হুম্মা রাব্বান্না-স্, আয্ হিবিল্ বা’স্, ওয়াশ্ ফি আন্ তাশ্ শা-ফি-, লা- শিফা---আ ইল্লা-শিফা-উকা, শিফা---আন্ লা ইউগা-দিরু সাক্কামা       
হে আল্লাহ! মানুষের রব, কষ্ট দুর করে দাও, রোগ নিরাময় করে দাও, তুমি আরোগ্য দানকারী, কোন আরোগ্যকারী নেই তোমার আরোগ্য ব্যতীত, তুমি এমন আরোগ্য দান করো যাতে কোন রোগ অবশিষ্ট না থাকে। (সহীহুল বুখারী:  ৫৭৪২, ৫৭৪৩, ৫৭৫০ ও সহীহ মুসলিম: ৫৬০০, ৫৬০২, ৫৬০৩)

>>> সাইয়্যেদুল ইস্তেগফার <<<
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ 
আল্লা-হুম্মা আন্তা রাব্বি লা--- ইলাহা ইল্লা আন্তা খালাক্ক্ তানি- ওয়া আনা- ‘আব্দুক্, ওয়া আনা- ‘আলা- আহ্ দিকা ওয়া ওয়াঅ’দিকা মাস্ তাত্বো’ত্, আউ-যুবিকা মিন্ শার্ রি মা- সোনা’ত্, আবু-উ লাকা বি নি’অমাতিকা আলাই, ওয়া আবু-উ বিযাম্ বি, ফাগ্ ফির্ লি- ফাইন্নাহু লা- ইয়াগ্ ফিরুয্ যুনুবা ইল্লা আন্ত্
হে আল্লাহ! তুমি আমার রব, তুমি ছাড়া আর কোন (সত্য) উপাস্য নেই, তুমিই আমাকে সৃষ্টি করেছ, আর আমি তোমার বান্দা, আমি তোমার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর যথাসাধ্য প্রতিষ্ঠিত আছি, আমি যা করছি তাঁর অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় চাচ্ছি, আমার উপর তোমার যে নি‘আমত রয়েছে আমি তা স্বীকার করছি, এবং আমি আমার অপরাধও স্বীকার করছি, তাই তুমি আমাকে ক্ষমা কর, নিশ্চয়ই তুমি ব্যতীত অন্য কেউ পাপ ক্ষমা করতে পারে না। সহীহুল বুখারী: ৬৩০৬, ৬৩২৩

তথ্যসূত্র :
বই: ওয়াহীর জ্ঞান। সংকলন: মোহাম্মদ সাইদুর রহমান; সম্পাদনা: অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক; প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স। অষ্টাদশ অধ্যায়ঃ বিবিধ; পৃষ্ঠাঃ ৬৩৮ হতে ৬৩৯ পর্যন্ত।
রোগমুক্তি কামনায় ও ঝাড়-ফুঁকে ব্যবহৃত কিছু দু‘আ
রোগমুক্তি কামনায় ও ঝাড়-ফুঁকে ব্যবহৃত কিছু দু‘আ

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.