★ হাশরের মাঠে আমাদের অবস্থা | শরিফ গাজী অফিসিয়াল

★ হাশরের মাঠে আমাদের অবস্থা

হাশরের মাঠে আমাদের অবস্থা ★
১. সেদিন সকলে একত্রিত হবে,
২. দুনিয়ার জমিন হবে রুটির
ন্যায়,
৩. মানুষ নগ্নপদ, নগ্নদেহ ও
খতনাবিহীন সমবেত হবে, ৪. কেউ কারোর
প্রতি দৃষ্টি দেওয়ার
অবকাশ পাবে না,
৫. কাফেরদেরকে মুখের
মাধ্যমে হাঁটিয়ে একত্রিত
করা হবে, ৬. প্রতি হাজারে ৯৯৯ জন লোক
জাহান্নামী বলে ঘোষিত হবে,
৭. ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে,
এমনকি ঘাম তাদের কান পর্যন্ত
পৌছাবে,
৮.সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল
অনুপাতে ঘামের
মধ্যে ডুবে থাকবে,
৯. দুনিয়াতে যারা আল্লাহর জন্য
সিজদাহ করে নাই
কিংবা লোক
দেখানোর জন্য সিজদাহ করেছে তারা সেদিন
আল্লাহকে সিজদাহ
দিতে পারবে না,
১০. মুমিনদের হিসাব হবে মুখো-
মুখি,
১১. যার হিসাব পুংখানুপুংখ যাচাই
করে হবে সে ধ্বংস হবে,
১২. ঐদিন মানুষের মুখ বন্ধ
করে দেওয়া হবে,
১৩. হাত, পা, কান, চক্ষু
এবং চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য
দিবে,
১৪. সে দিনের সময় সীমা হ'ল ৫০
হাজার বছরের সমান,
১৫. তবে ঐ দিন মুমিনের জন্য
একটি ফরজ সালাত আদের সময়ের ন্যায়
মনে হবে ।
# দলিলঃ -
১: সূরা আন আম: ২২
২: বুখারী, মুসলিম, মিশকাত হা:
৫২৯৮ ৩-৪: বুখারী, মুসলিম, মিশকাত হা:
৫৩০২
৫: বুখারী, মুসলিম, মিশকাত হা:
৫৩০৩
৬: বুখারী: ৪৭৪১
৭-৮: বুখারী, মুসলিম, মমিশকাত হা:
৫৩০৬, ৫৩০৮
৯: সূরা কালাম:৪২-৪৩; মিশকাত:
৫৩০৮
১০-১১: মিশকাত: ৫৩১৫
১২: সূরা ইয়াসীন: ৬৫ ১৩: সূরা নূর: ২৪; হা-
মীম সাজদাহ: ২০
১৪: মুসলিম, মিশকাত
হা: ১৭৭৩/ ১৫: বায়হ্বাকী,
মিশকাত
হা:৫৫৬৩)
★ আমাদের উচিত যে এই গুরুত্বপূর্ণ
পোস্টটি #শেয়ার করে সকল মুসলিম ভাই
ও বোনদের জানানো★
★ হাশরের মাঠে আমাদের অবস্থা
★ হাশরের মাঠে আমাদের অবস্থা

Price : *Happy Shopping
Order via whatsapp Order via Email

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইডিয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Content copy is disabled! Default text copied.